IQNA

ভারতীয় হাজীদের জন্য হজ্ব এ্যাপ

6:22 - July 17, 2019
সংবাদ: 2608910
সাংস্কৃতিক ডেস্কঃ  জেদ্দায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট হাজ্বীদের সুবিধার্থে বিশেষ এ্যাপ তৈরী করেছে।

ভারত থেকে ইকনা প্রতিবেদকের রিপোর্ট: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের হজ্ব কমিটির মহাসচিব রাহুল গুপ্তা জানিয়েছেন, হজ্ব এ্যাপলিকেশনটি ২০১৯ সালের হাজ্বীদের ব্যবহারের জন্য তৈরী করা ও চালু করা করা হয়েছে। এ্যাপটি মোবাইলের মাধ্যমে সহজেই হাজ্বীদেরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।

তার ভাষ্যমতে, এতে হাজীদের পাসপোর্ট নাম্বার, মক্কা, মদিনা ও মিনাতে হাজীদের আবাসনের বিস্তারিত তথ্য, হজ্ব ফ্লাইটের শিডিউল, জরুরী ভিত্তিতে ৮০০২৪৭৭৭৮৬ নাম্বারে যোগাযোগ এবং হাজ্বীদের সেবা দানকারী ইউনিটের অবস্থানস্থল, হাসপাতাল ও রেস্টুরেন্টের বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে।

এ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এ কথা উল্লেখ করে তার সংযোজন: হজ্বের কর্মসূচী শেষ হওয়ার পর এ্যাপটিতে ইংরেজি ও উর্দু ভাষায় হাজীদের মতামতের জন্য থাকছে বিশেষ ফর্ম। যাতে হাজ্বীরা এর মাধ্যমে তাদের মতামত কর্তৃপক্ষের উদ্দেশ্যে ব্যক্ত করতে পারেন।

তিনি বলেন, হাজীরা ০০৯৬৬৫৪৩৮৯১৪৮১ নাম্বারে হোয়াটস এ্যাপের মাধ্যমে নিজেদের অভিযোগ দাখিল করতে পারবেন।#3826871

 

captcha