IQNA

পাকিস্তানে "কুরআনিক জীবনধারা" কর্মশালা

20:51 - December 12, 2018
সংবাদ: 2607521
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচীতে ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ১৬ই ডিসেম্বরে "কুরআনিক জীবনধারা" কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে

বার্তা সংস্থা ইকনা: কুরআনিক জীবনধারা'র আলোকে তৃতীয় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করার জন্য হউজা-এ-এলমিয়া জামিয়াতুজ জাহরা (সা. আ.)এর প্রধান তাহেরা ফাজেলী এবং পাকিস্তানের ধর্মীয়, গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বমণ্ডলী পাকিস্তানের করাচীতে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার মুহাম্মাদ রেজা বাকেরী'র সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এসময় মুহাম্মাদ রেজা বাকেরী এই অনুষ্ঠানটি কিভাবে সফলভাবে সম্পন্ন করা যায় সেসম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও তাহেরা ফাজেলী কুরআনিক জীবনধারার আলোকে এই কর্মশালাটি সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়ে বলেন: বর্তমান সমাজে কুরআনিক ও ইসলামিক জীবনধারার শিক্ষার প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, উক্ত কর্মশালাটি পাকিস্তানের মুসলিম নারীদের উপস্থিতিতে ১৬ই ডিসেম্বর করাচীতে ইরানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে।
iqna

 

captcha