IQNA

আফগানিস্তানে ন্যাটোর নতুন প্রতিনিধি নিযুক্ত

21:44 - December 09, 2018
সংবাদ: 2607491
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার সচিবের পক্ষ থেকে আফগানিস্তানে ন্যাটোর বেসামরিক প্রতিনিধি হিসেবে "নিকোলাস কেই"কে নিযুক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ৭ম ডিসেম্বরে ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার সচিব জন্স স্টলটেনবার্গের পক্ষ থেকে আফগানিস্তানে ন্যাটোর বেসামরিক প্রতিনিধি হিসেবে নিকোলাস কেই'কে নিযুক্ত করা হয়েছে।
এর পূর্বে তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
আফগানিস্তানে ন্যাটোর বেসামরিক প্রতিনিধি হিসাবে নিকোলাস কেই তার নতুন দায়িত্ব ২০১৯ সালের মার্চ মাস থেকে পালন করবেন। জন্স স্টলটেনবার্গ বলেছেন: আফগানিস্তানের ব্যাপারে নিকোলাসের ভালো অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানে ন্যাটোর বেসামরিক প্রতিনিধিকে প্রতি দুই বছর অন্তর নির্বাচন করা হয়ে। নিকোলাসের পূর্বে এই পদের দায়িত্ব পালন করেছেন জার্মানের কূটনীতিক কার্নিওলস জিমমারম্যান।
iqna

 

captcha