IQNA

মিশরের "সাকরা"য় প্রথম প্রত্নতাত্ত্বিক স্কুল উদ্বোধন

23:46 - September 23, 2018
সংবাদ: 2606789
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সাকারা এলাকায় শনিবার প্রথম প্রত্নতাত্ত্বিক স্কুলের উদ্বোধন করা হয়েছে।

মাহদাভিয়াতকে যুগউপযোগী করে উপস্থাপন করতে হবে
বার্তা সংস্থা ইকনা: মিশরের জিযাহ প্রদেশের সাকারা এলাকায় শনিবার প্রথম প্রাচীন শিল্পের বিশিষ্টতা স্কুলের উদ্বোধন করা হয়েছে।
এই স্কুল খোলার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদেরকে ড্রিল শিক্ষা, আর্কিওলজি এবং এই জ্ঞান সঙ্গে পরিচিতি করানো।
এর পূর্বে মিশরের "আসওয়ান" ও "কুফর শাইখ" প্রদেশে পৃথক দুটি প্রত্নতাত্ত্বিক স্কুল উদ্বোধন করা হয়েছে।
iqna

 

captcha