IQNA

মুসলমানদের সহায়তায় ১২টন বাতিল কাগজ সংগ্রহ

23:57 - June 24, 2018
সংবাদ: 2606051
আন্তর্জাতিক ডেস্ক: দাতব্য প্রতিষ্ঠানে অর্থ সহায়তা করার জন্য তাতারস্থানের মুসলমানেরা সেদেশের বিভিন্ন শহর থেকে ১২টন বাতিল কাগজ সংগ্রহ করেছে। রাশিয়ার তাতারস্থান প্রজাতন্ত্রের মুসলমানদের ধর্মীয় বিষয় সংস্থার উদ্যোগে "কাগজকে উজ্জীবিত করে তুলুন" পরিকল্পনার মাধ্যমে চতুর্থ বারের মত বাতিল কাগজ সংগ্রহ করা হয়েছে।

সিরিয়ায় ইরাকি বিমান হামলা: ৪৫ দায়েশ নিহত
বার্তা সংস্থা ইকনা: দাতব্য প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে অসুস্থ রোগীদের চিকিৎসা খরচ মেটানোর জন্য তাতারের মুসলমানেরা ১১.৮টন বাতিল কাগজ সংগ্রহ করেছে।
বাতিল কাগজ সংগ্রহণের জন্য "কাগজকে উজ্জীবিত করে তুলুন" পরিকল্পনাটি ১ থেকে ২০শে জুন পর্যন্ত অব্যাহত ছিল। তাতারস্থান প্রজাতন্ত্রের মুসলমানেরা বিভিন্ন শহর থেকে এসকল কাগজ সংগ্রহ করেছে।
iqna

 

captcha