IQNA

ইমাম মাহদীর যুগে চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থা

13:31 - March 19, 2018
সংবাদ: 2605296
ইমাম মাহদীর যুগে চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার দারুণ উন্নতি ঘটবে, ঐ সময় অসুস্থরা এত উন্নতমানের স্বাস্থ্য সেবা পাবে যা বর্তমানে আমরা কল্পনাও করতে পারি না।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, ইমাম মাহদীর আবির্ভাবের পর হযরত ঈসা দুনিয়াতে আসবেন, তারপর ইমাম মাহদীর হাতে দজ্জাল নিহত হবে। এরপর দিন ও রাত গত হওয়ার পর যে সকাল আসবে সেই দিন থেকে ৪০ বছর পর্যন্ত মানুষ খুবই সুখে শান্তিতে বসবাস করবে এবং এর মধ্যে কোন মানুষ অসুস্থও হবে না এবং মারাও যাবে না। (আল মালাহেম পৃ: ৯৭)

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: ইমাম মাহদীর রাষ্ট্রে মানুষ দীর্ঘজীবী হবে। এবং সবাই সুখে শান্তিতে বসবাস করবে এমনকি তাদের কোন রোগ ব্যধিও হবে না। (আকদুদদ দুরার পৃ: ১৫৯)

ইমাম বাকির(আ.) ইমাম মাহদীর রাষ্ট্রের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বলেন: ইমাম মাহদীর যুগে চলার পথে কোন আবর্জনা বা ময়লা থাকবে না। গোটা দেশ এবং শহর জীবাণু মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শাবিস্তান

captcha