IQNA

কাবুলের নিরাপত্তা ঘাঁটিতে তালেবানের হামলা

23:53 - March 18, 2018
সংবাদ: 2605294
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছে, আজ (১৮ই মার্চ) কাবুলের উত্তর-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা ঘাঁটিতে তালেবানের সশস্ত্র সদস্যরা হামলা চালিয়েছে। তালেবানের এই হামলায় ৫ পুলিশ নিহত হয়েছেন।

আহলে বাইতের শত্রুদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়

বার্তা সংস্থা ইকনা: বর্তমানে আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে বিগত কয়েক সপ্তাহে সেদেশের রাজধানী কাবুল সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

আফগানিস্তানের গাজনি প্রদেশের পুলিশ প্রধান মুহাম্মাদ জামান ঘোষণা করেছেন: গাজনি প্রদেশের একটি সামরিক ঘটিতে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান হামলা চালিয়েছে। তালেবানের বন্দুকধারী সদস্যদের সাথে নিরাপত্তা বাহিনীর মধ্যে এই সংঘর্ষ প্রায় দু'ঘণ্টা অব্যাহত ছিল।

এছাড়াও, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘাওয়ার প্রদেশের একটি রাস্তায় পুতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে একজন নিহত এবং অপর ৫ জন আহত হয়েছেন।

ঘাওয়ার প্রদেশের স্থানীয় পুলিশ মুখপাত্র ইকবাল নিজামী এ ব্যাপারে বলেন: তালেবান সদস্যরা এই বোমাটি নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য পুতে রেখেছিল।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের পুলিশ মুখপাত্র বাসির বিনা বলেছেন: খোস্তা প্রদেশের একটি রোডে সন্ত্রাসীরা বোমা পুতে রেখেছিল। পুতে রাখা বোমাটির বিস্ফোরণের ফলে দুই শিশু নিহত এবং অপর ৯ জন আহত হয়েছেন।

iqna

 

captcha