IQNA

ইতিহাসের পাতা থেকে;

ইমাম রেজা (আ.)এর মাযারে রাশিয়ার হামলা + ক্লিপ

23:49 - March 14, 2018
সংবাদ: 2605262
আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে প্রায় ১০৫ বছর আগে ইরানের পবিত্র নগরী মাশহাদে হামলা চালায় রাশিয়া। ১৯১৩ সালে রাশিয়ার এই হামলা সম্পর্কিত একটি ভিডিও সামাজিক নেটওয়ার্কে প্রকাশ পেয়েছে।

 
বার্তা সংস্থা ইকনা: মাশহাদে ইমাম রেজা (আ.)এর মাজারে রাশিয়ার হামলার এই ভিডিওটি ১৯১৩ সালের। তখন ইরানের রাজ ছিলেন আহমেদ শহা ক্বাজার।
তৎকালীন রাজার শাসনামলে রাশিয়া মাশহাদে আক্রমণ চালায়। মাশহাদের জনগণ নিজের রক্ষা করার জন্য ইমাম রেজা (আ.)এর পবিত্র মাযারে আশ্রয় নেয়। তবে রাশিয়ার হামলা বন্ধ থাকেনি। এসময় রাশিয়া ৪৫টি বোমা ইমাম রেজা (আ.)এর মাযারে নিক্ষেপ করে। এই হামলায় মাযারের গুম্বজের তেমন কোন ক্ষতি হয়নি।
এসময় রাশিয়ার সৈন্যরা সাধারণ জনগণের উপর আক্রমণ চালায় এবং ইমাম রেজা (আ.)এর মাযারের অনেক প্রাচীন ঐতিহ্য ও সম্পদ লুট করে।
iqna

 

ইমাম রেজা (আ.)এর মাযারে রাশিয়ার হামলা
captcha