IQNA

বার্লিনের মসজিদে সন্ত্রাসী হামলা

20:30 - March 13, 2018
সংবাদ: 2605252
আন্তর্জাতিক ডেস্ক: বার্লিনের একটি মসজিদে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেছে। এই হামলার ফলে মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: এই ঘটনা ১১ই মার্চে ঘটেছে। জার্মানের রাজধানী বার্লিনে তুরস্ক নিবাসীদের অন্তর্গত মসজিদটি এই ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণও অগ্নিসংযোগের ফলে কেউ হতাহত হয়নি; তবে মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছে। মসজিদের ভিতের সবকিছু পুড়ে গিয়েছে এবং পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতেও আগুন লেগেছে।

মসজিদের আগুন লাগার খবর শুনে বার্লিনের ইসলামিক সেন্টারের প্রধান এবং মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম নিক নেজাদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তার সাথে অন্যান্য কর্মকর্তাগণ ছিলেন।

উল্লেখ্য, ৮ম মার্চে জার্মানের নাফম আম নাকার শহরের একটি মসজিদে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা ককটেল  বিস্ফোরণ করে। এরফলে মসজিদের ভিতরে আগুন লাগে। জার্মানের পুলিশ এই ঘটনাকে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী বলে ঘোষণা করেছে। ঘাতকদের সনাক্ত এবং গ্রেফতার করার জন্য তদন্ত চলছে।

বার্লিনের মসজিদে সন্ত্রাসী হামলা

বায়ে বার্লিনের ইসলামিক সেন্টারের প্রধান এবং মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম নিক নেজাদ

 iqna

 

 

 

captcha