IQNA

ফেসবুকে ইসলাম নিয়ে স্কুলশিক্ষকের কটূক্তি, তদন্ত করছে মালয়েশীয় পুলিশ

23:33 - December 17, 2017
সংবাদ: 2604583
আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠেছে মালয়েশিয়ার একজন স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের মন্তব্য ভাইরাল হওয়ার পর দুটি মামলা দায়ের করা হয়েছে। দেশটির পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 
বার্তা সংস্থা ইকনা: অভিযুক্ত ওই শিক্ষক দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল বর্নিও দ্বীপের মিরি শহরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

রবিবার সারওয়াক ফৌজদারী তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান দেব কুমার জানান, ওই শিক্ষকের মন্তব্যগুলো ফেসবুকে ভা্ইরাল হওয়ার পর কুচিং ও মিরির পুলিশ স্টেশনে দুটি মামলা দায়ের হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ফেসবুকের অ্যাকাউন্ট ধারীকে চিহ্নিত করেছি, আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করব।’

ইসলাম ও জেরুজালেম নিয়ে ওই শিক্ষক মন্তব্য করেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। তার এই ঘোষণায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষুব্ধ করেছে।

ওই শিক্ষক তার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য অনুতাপ প্রকাশ করেছেন। দ্য মালয়েশিয়ান ইনসাইট

captcha