IQNA

ইন্দোনেশিয়ার "আচেহ" মসজিদে অগ্নিসংযোগ

13:04 - October 20, 2017
সংবাদ: 2604116
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সাঙ্গু গ্রামের অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা আগুন লাগিয়েছে।
ইন্দোনেশিয়ার

বার্তা সংস্থা ইকনা: এই মসজিদটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসলামী সংগঠন "মাহমুদিয়া"র অন্তর্গত।

মাহমুদিয়া সংগঠন আচেহ প্রদেশের সরকারী কর্মকর্তাদের নিকটে যারা মসজিদে আগুন লাগিয়েছে তাদেরকে দ্রুত সনাক্ত এবং গ্রেফতারের আহ্বান জানিয়েছে।

মাহমুদিয়া সংগঠনের প্রাক্তন সভাপতি 'দ্বীন সিয়ামাসুদ্দীন' বলেছেন: এই মসজিদে যারা আগুন লাগিয়েছে তারা চরমপন্থি দলের সাথে সংযুক্ত রয়েছে।

তিনি বলেন: এই মসজিদটি নির্মাণের সময়েও চরমপন্থিরা বিভিন্ন সময় হুমকি দিয়েছে।

মোহাম্মদীহ আধুনিকতাবাদী সংগঠনটি ১৯১২ সালে মুসলমানদের সামাজিক অবস্থান পরিবর্তন লক্ষে কায়ি হাজী আহমদ দেহালান কর্তৃক সংগঠিত হয়েছে।

iqna


captcha